বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

ঈদের তৃতীয়দিন থেকে ফের কঠোর বিধিনিষেধ

সৈকত
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬০৮ বার পড়া হয়েছে

ঈদ উপলক্ষ্যে আগামীকাল ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আজ মঙ্গলবার (১৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে একই একই প্রজ্ঞাপনে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ঈদের দুদিন পর থেকে কার্যকর হতে যাওয়া ওই কঠোর বিধি নিষেধ চলাকালে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এসময় সরকারি কর্মচারীগণ নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কাজসমূহ ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ- এর মতো মাধ্যমগুলো ব্যবহার করে সম্পন্ন করতে হবে। সড়ক, রেল ও নৌপথসহ সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শপিংমলসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।

সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ থাকার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102