ঈদুল আজহায় অসচ্ছল ও অসহায় ১ কোটি ১৭ হাজার ৬৫১ পরিবারের জন্য ১ লাখ ১৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রোববার এই বরাদ্দ দিয়েছে।
বরাদ্দ দেয়া এই চাল সোমবারের মধ্যে দেশের সব জেলায় পাঠানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। রোববার সচিবালয়ে করোনাকালে ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের কোরবানি ঈদ। ঈদ উপলক্ষে ১ কোটি ১৭ হাজার ৬৫১ পরিবারকে ১ লাখ ১৭৬ মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। আজকে আমরা আদেশ দিয়ে দিয়েছি। কালকের মধ্যে চাল চলে যাবে সব জেলায়।’
ঈদের আগ পর্যন্ত এই চাল বিতরণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘দরিদ্র ও অতিদরিদ্র, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন তারা এ সহায়তা পাবেন।’ খাদ্যসহায়তা হিসেবে যাদের চাল দেয়া হবে, তাদের একটা তালিকা স্থানীয় প্রশাসনের কাছে তৈরি করা আছে বলেও জানান মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন। তিনি বলেন, ‘এটার একটা তালিকা থাকে। সব সময় এটা রিভিজিট করা হয়। স্থানীয় প্রশাসন এ বিষয়ে ওয়াকিবহাল।’
কমেন্ট করুন