উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় সময় এক শত বস্তা ত্রাণের চাল ভর্তি একটি ট্রাক জব্দ করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।
গতকাল (৮ জুন রাতে) মঙ্গলবার উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা বাজারে চৌরাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলার নুর আহমদের পুত্র রাসেল নামক এক ব্যক্তিকে আটক করে।
১৪ আর্মড ব্যাটালিয়ানের অধিনায়ক মোঃ নাঈমুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল মজুদ করে ট্রাক যোগে বাহিরে পাচার করছিল কালোবাজারী সিন্ডিকেট। খবর পেয়ে লম্বাশিয়া আর্মড পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ত্রাণের চাল জব্দ করে।
মধুর ছড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির এস আই মুজাহেরুল ইসলাম জানান, অভিযান টের পেয়ে ট্রাক থেকে ৩/৪ জন পাচারকারী পালিয়ে গেছে। আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে ।
এ ব্যাপারে ১৪ আর্মড ব্যাটেলিয়ানের লম্বাশিয়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ইয়াসিন ফারুক বাদী হয়ে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল মজুদ ও পাচারের অভিযোগে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।
কমেন্ট করুন