সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

কক্সবাজার চেম্বারের ত্রাণ বিতরণ।

সৈকত
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার অসহায়, দিনমজুর, হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করছে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল তিনটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম দিনে ১০০ পরিবারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চনা ইত্যাদির সমন্বয়ে প্রায় ১৫ আইটেমের ত্রাণ দেয়া হয়েছে। প্যাকেটে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও।

আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে এতে পরিচালক মোঃ ইমদাদুল হক, মাহমুদুল করিম মাদু, আবিদ আহসান সাগর, শহিদুল ইসলাম রাসেল, উদয় শংকর পাল মিঠু, অফিস সেক্রেটারি নাসির মাহমুদ, অফিস সহকারি আবদুল মালেক নাঈমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, গত বছর করোনাকালেও হতদরিদ্রদেরকে মানবিক সহায়তা দিয়েছি। এ বছরও কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে ৩০০ পরিবারে ত্রাণসামগ্রী দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102