মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত কঙ্গনা

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৫৭ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই খবরটি জানিয়েছেন এ অভিনেত্রী। শনিবার (৮ মে) একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন কঙ্গনা।

সেখানে তিনি জানান, কয়েক দিন ধরে ক্লান্ত অনুভব করছিলেন কঙ্গনা। শুক্রবার করোনা পরীক্ষা করেছেন তিনি। শনিবার ফলাফল পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে আছেন কঙ্গনা।

স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘জানি না কত দিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।’

এদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। নিয়ম ভঙ্গের কারণে তার টুইটার অ্যাকাউন্ট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বেশ। এর রেশ কাটতে না কাটতেই আবার কঙ্গনার বিরুদ্ধে কলকাতার উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন মমতা ব্যানার্জি সম্পর্কে টুইটে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ঋজু দত্ত নামের এক তৃণমূল সমর্থক।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102