কুতুবদিয়ায় লবন ভর্তি কার্গোবোট ডুবিতে নিখোঁজ লবন শ্রমিক ফারুকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (৫ মে) দুপুরে উপক’ল থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার কুতুবদিয়া থেকে জনৈক কবির কোম্পানীর একটি লবন ভর্তি টলার চট্টগ্রাম যাওয়ার পথে কর্ণফুলীর মুখে ঝড়ের কবলে পরে ডুবে যায়। মো: ফারুক (২০) লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা গ্রামের রশিদ আহমদের পুত্র।
স্থানীয় ইউপি মেম্বার মো: ইছহাক জানান, মঙ্গলবার লবনের কার্গো ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিক মো: ফারুকের মৃত লাশ বুধবার দুপুরে সাগর থেকে উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা বোটটি ডুবে গেলে তাৎক্ষণিক মোবাইল নিতে ফারুক ট্রলারের ভিতরে প্রবেশ করেছিল বলে বেঁচে যাওয়া অপর শ্রমিক জানিয়েছে বলে জানা গেছে।
কমেন্ট করুন