শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

ক্যাম্পে দুর্বৃত্তদের হাতে অপহৃত যুবক উদ্ধার

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৫১৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

বুধবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে থেকে মো. আবুল নাসেরকে (২৭) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে গত ৬ এপ্রিল রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অপহৃতকে উদ্ধারের আহবান জানানো হলে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাকে সুস্থভাবে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়।

এ ব্যাপারে কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102