মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:০২ অপরাহ্ন

গর্জনিয়ার মো: ইলিয়াছ সহযোগী ও ট্রাকসহ চন্দনাইশে র‌্যাবের হাতে আটক

সৈকত
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে

রামু উপজেলার গর্জনিয়ার বেলতলীর মো: ইলিয়াছ সহযোগি ও ট্রাকসহ চন্দনাইশে র‌্যাবের হাতে আটক হয়েছে।

সূত্র জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ মেসার্স এম এ কাশম এন্ড ব্রাদার্স নামীয় ফিলিং ষ্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে।

চালক আসামী মোঃ ইলিয়াস (১৯), পিতা- মৃত নুর আহমদ, সাং- মাঝিরকাটা, বেলতলী রবি টাওয়ারের দক্ষিন পার্শ্বে, মাঝিরকাটা কিন্ডার গার্টেনের সামনে, গর্জনিয়া ইউপি, ডাকঘর- গর্জনিয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার এবং ড্রাইভার মোঃ শফি আলম (২৮), পিতা-নজু মিয়া, সাং-  পূর্ব গোয়ালিয়া পালং, পূর্ব গোয়ালিয়া পালং মহিলা মাদ্রাসার পিছনে, হাজী আমির হামজার বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার, বর্তমানে- লাহারপাড়া গ্যাসপাম্প, দুলা মিয়ার বাড়ী, ডাকঘর- বিডিআর ক্যাম্প, থানা- রামু, জেলা- কক্সবাজারদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে নিজ দখলে ট্রাকে থাকা লেবুর বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৭,৬৩৫ পিস ইয়াবা ট্রাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং উক্ত ট্রাকটি (চট্ট মেট্রোঃ-ড-১১-৩২৩৫) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ নাইগ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা এবং জব্দকৃত ট্রাকের অনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102