বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

গাংনীতে মহিষের গাড়িতে চড়ে বিয়ে!

Reporter Name
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি :

ডিজিটাল যুগেও পুরাতন ঐতিহ্য ধরে রাখতে যান্ত্রিক যানবাহন বাদ দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা-মটমুড়া গ্রামের বিজিবি সদস্য ওবাইদুর রহমান মহিষের গাড়িতে চড়ে বিয়ে করেছেন। ওবাইদুর নওদা-মটমুড়া গ্রামের ওয়াজ আলীর ছেলে। সে বর্তমান বিজিবিতে কর্মরত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কনের পিতা একই গ্রামের মাঠপাড়ার সাহাদুল ইসলামের বাড়িতে মহিষের গাড়ি চড়ে বরযাত্রীদের নিয়ে উপস্থিত হন বর ওবাইদুর। আগে থেকে কনের পক্ষ বরকে বরণ করতে নানা ধরণের সাজ-গোজ করে রাখে। যান্ত্রিক যুগে মহিষের গাড়িতে বর আসার খবর শুনে ওই বিয়ে দেখতে শত-শত মানুষ কনের বাড়িতে ভীড় জমায়।

বর ওবাইদুর রহমান জানান বাপ-দাদাদের ঐহিত্য টিকে রাখার লক্ষ্যে নিয়ে এভাবে বিয়ে করা। তাতে খরচ কম হয়েছে। পাশাপাশি দ্বিগুন আনন্দ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102