কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে মোহাম্মদ বেলাল উদ্দিন (২৭) নামে এক মৎস্য শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল তলিয়াঘোনা এলাকার একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দিন একই উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেধাকচ্ছপিয়া এলাকার মকছুদ আহমদের ছেলে। তিনি নিজস্ব মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কাজ করতেন।
খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছলিম উল্লাহ বলেন, শুক্রবার রাতে ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল তলিয়াঘোনা এলাকার নিজস্ব মৎস্য ঘেরে উজানী টেংড়া মাছ ধরতে যায় বেলাল উদ্দিন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মাছ নিয়ে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে মৎস্য ঘেরেই নিহত হন তিনি। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কমেন্ট করুন