চট্টগ্রামের লালখান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাফায়েত হোসেন নামের ১৯ বছর বয়সী এক কলেজছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।
আহত সাফায়েত ফেনীর দাগনভূঞার রাজাপুর মিয়া বাড়ির মীর হোসেনের ছেলে এবং পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন।
জানা গেছে, টাইগারপাস থেকে লালখান বাজারে যাওয়ার সময় ২ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট করুন