চট্টগ্রামে লকডাউন নির্দেশনা অমান্য করে চলাচল ও ঈদযাত্রী বহন করায় দুই শতাধিক গাড়ি আটক করেছে সিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (১০ মে) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকা থেকে এসব গাড়ি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ। তিনি বলেন, লকডাউন না মেনে ঈদযাত্রী বহন করার কারণে সিটি গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয়। আটক গাড়ির মধ্যে বাস, মাইক্রো, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট করুন