চট্টগ্রামের চান্দগাঁওয়ে বাসচাপায় মমতাজ বেগম (৫৩) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) সকালে কামাল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। তারা হলেন হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), কুলসুমা বেগম (২২) ও তানিয়া আক্তার (২৪)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতরা সবাই আজিম গ্রুপের শ্রমিক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।
পুলিশ জানায়, নিহত মমতাজ বেগম চান্দগাঁওয়ের ৫ নম্বর ওয়ার্ডে একটি বাসায় ভাড়ায় থাকতেন। তার স্বামীর নাম শাহ আলম।
কমেন্ট করুন