চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কায় কাতালান এলমার ডন্ডনাই নামের এক ফিলিপাইনি নাবিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) সকাল ৯টায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার সহকারী উপ-পরিদর্শক আহমেদ নুর।
জানা গেছে, কাতালান এলমার ডন্ডনাই ‘এমভি হান উই’ নামের সিঙ্গাপুরের একটি জাহাজের নাবিক হিসেবে চট্টগ্রাম বন্দরে এসেছিলেন। মঙ্গলবার (১১ মে) সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইপিজেড থানার সহকারী উপ-পরিদর্শক আহমেদ নুর জানান, বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কায় এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
কমেন্ট করুন