বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

জেলায় কর্মহীন গরিব-দুঃস্থদের ৯ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৯৮ বার পড়া হয়েছে

কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে চলমান বিধি-নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব-দুঃস্থ ব্যক্তিদের জন্য পবিত্র রমজান ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে মোট ৯ কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৫০ টাকা উপ-বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে কক্সবাজার জেলার সকল উপজেলা ও পৌরসভায় এক লাখ ৭৪ হাজার ৭২৭ টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ৭ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ১৫০ টাকা এবং মানবিক সহায়তা বাবদ সর্বমোট ১ কোটি ৮৫ লাখ টাকা উপ-বরাদ্দ প্রদান করা করা হয়েছে। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে চলমান বিধি-নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব-দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করে ইউএনও ও পৌর মেয়রগণকে এই বরাদ্দের অর্থ বিধি-বিধান মেনে দ্রুত বিতরণের জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য, অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে কর্মহীন পরিবার।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102