কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রঙ্গিখালী এলাকার সোনা মিয়ার ছেলে আবদ ছালাম (৩২), মৃত আব্দুর সাত্তারের ছেলে সোনা মিয়ান (৫৬) ও নাটমুরা পাড়া এলাকার আমির হোসাইনের ছেলে রবিউল আলম।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, আটক ৩ জনের হেফাজত থেকে একটি দেশে তৈরি এলজি ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
কমেন্ট করুন