রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

টেকনাফে মুক্তিপণের টাকাসহ রোহিঙ্গা আটক

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

টেকনাফে মুক্তিপনের ৫৮ হাজার টাকা সহ মো. ইলিয়াছ (৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার বেলা ৩ টায় টেকনাফের শালবাগানের রোহিঙ্গা ক্যাম্পের ৪ নম্বর ব্লকের আইয়ুব ষ্টোর থেকে তাকে আটক করা হয়। ধৃত রোহিঙ্গা ক্যাম্প ২৬ এর ব্লক বি/৮ এর মো. আবদুল মজিদের ছেলে।

এপিবিএন সূত্র জানায়, আইয়ূব স্টোরের বিকাশ থেকে টাকা তোলার সময় মো. ইলিয়াছকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াছ জানান টাকাগুলো মুক্তিপনের। তারই ক্যাম্পের ব্লব বি/১০ এর অপহরনকারী আয়াছের নির্দেশে টাকা তুলাি হচ্ছে বলেও ইলিয়াছ দাবী করেছেন।

এ বিষয়ে এপিবিএন’র পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ইলিয়াছ মুক্তিপনের টাকা উত্তোলন করেছে স্বীকার করলেও অপহরণের বিষয়ে সে অবগত নয় বলে জানিয়েছে। অপহরণকারী আয়াছকে গ্রেফতারে অভিযান চলছে। ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102