বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪৭৯ বার পড়া হয়েছে

টেকনাফের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া জেলেঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সকালে এ অভিযান চালানো হয়। আটকরা হলো, শাহপরীরদ্বীপের দক্ষিণপাড়ার মৃত মতলবের ছেলে মো. ইসহাক (৩৫), একই এলাকার মো. সিরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (২০) ও মৃত শরীফের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (২০)।

টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায় লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া জেলেঘাট দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার খবরে বিজিবির একটি টিম সেখানে অবস্থান নেয়। সকাল ৬ টার দিকে ৩ জন লোককে নাফ নদী পার হয়ে কিনারায় আসতে দেখে সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102