সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

ট্রাকচাপায় ২ মাদ্রাসা শিক্ষক নিহত

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ বার পড়া হয়েছে

নাটোরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন। শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় উপজেলার সিংড়া সেতুর যাত্রীছাউনির সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার খলিলুর রহমান (৩৫) ও বেলাল হোসেন (৩৬)। তারা দুজনই পেশায় মাদ্রাসা শিক্ষক ছিলেন। এদিকে আহত শিক্ষক হাফেজ মওলানা আব্দুল হামিদ (৪০) নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার বাসিন্দা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক।

তিনি জানান, উপজেলার তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার ওই তিন শিক্ষক মোটর সাইকেলে করে সিংড়া সেতুতে পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ লোকজন মহাসড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ট্র্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102