রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

তামিমদের ‘গর্বে’ বড় আঘাত দিয়ে গেল নিউজিল্যান্ড

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৫০৬ বার পড়া হয়েছে

যেন একটুও ঘাম ঝরল না। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৩১ রানে অলআউট করল নিউজিল্যান্ড। আর সেই ছোট্ট লক্ষ্যটা ২ উইকেট খরচায় তাড়া করল, ১৭২ বল হাতে রেখে! ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে যেন কোনো পরিশ্রমই হলো না টম ল্যাথামদের।

ব্যাটসম্যানদের এমন ভরাডুবি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের দুশ্চিন্তা বাড়িয়ে দিল। যে ওয়ানডের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল গর্ব করে, সেই ব্যাটিংয়ের কারণেই যে আজ বাংলাদেশের এমন হার। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই ব্যাটিং দুর্বলতা নিয়েই ভাবতে হবে অধিনায়ককে।

যেন একটুও ঘাম ঝরল না। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৩১ রানে অলআউট করল নিউজিল্যান্ড। আর সেই ছোট্ট লক্ষ্যটা ২ উইকেট খরচায় তাড়া করল, ১৭২ বল হাতে রেখে! ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে যেন কোনো পরিশ্রমই হলো না টম ল্যাথামদের।

ব্যাটসম্যানদের এমন ভরাডুবি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের দুশ্চিন্তা বাড়িয়ে দিল। যে ওয়ানডের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল গর্ব করে, সেই ব্যাটিংয়ের কারণেই যে আজ বাংলাদেশের এমন হার। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই ব্যাটিং দুর্বলতা নিয়েই ভাবতে হবে অধিনায়ককে।

আজ ম্যাচ শেষে তামিম বলছিলেন, ‘আমার মনে হয়েছে আমরা খুব বেশি আলগা শট খেলেছি। তাঁরা ভালো বল করেছে। কিন্তু আমরা কিছু বাজে শট খেলেছি। আমাদের নিজেদেরই দোষ। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। সেটা আজ কাজে লাগেনি। ১৩১ এই উইকেটে যথেষ্ট রানের কাছাকাছি না। আশা করি ভুলগুলো ধরতে পারব এবং পরের ম্যাচে ভুল এড়িয়ে চলব। আগেই বলেছি, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি।’

ডানেডিনের কন্ডিশন ও কিউই বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কাছেই খেই হারান বাংলাদেশি ব্যাটসম্যানরা। অথচ নিউজিল্যান্ডে প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশ প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102