রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:০০ অপরাহ্ন

তারকাপ্রার্থীদের যারা এগিয়ে ও পিছিয়ে আছেন

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ২ মে, ২০২১
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ভারতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার ছিলেন রেকর্ডসংখ্যক তারকাপ্রার্থী। শুটিংয়ের ব্যস্ত থেকে টলিউড অভিনয় শিল্পীদের দেখা গেছে প্রচারণার মাঠে। এবার দেখার সময় কোন প্রার্থীর কপালে কী আছে।

শুরু হয়েছে নির্বাচনের ভোট গণনা। কোন আসনে কে এগিয়ে বা পিছিয়ে আছেন সেই অবস্থান দেওয়া নেওয়া যাক।

ভারতে গণমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, আসানসোল দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ পিছিয়ে আছেন। চুঁচুঁরা থেকে বিজেপির প্রার্থী লকেট পিছিয়ে আছেন।

বেহালা পূর্বাতে এগিয়ে আছেন পায়েল সরকার। তিনি বিজেপির প্রার্থী। কলকাতা থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

কামারহাটিতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। অন্যদিকে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। পিছিয়ে রয়েছেন তৃণমূলের কৌশানি মুখোপাধ্যায়।

উত্তরপাড়ায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। মেদিনীপুরে জুন মালিয়া এগিয়ে। এছাড়া টালিগঞ্জে এগিয়ে আছেন আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস। পিছিয়ে আছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।

চণ্ডীতলা থেকে বিজেপির প্রার্থী যশ পিছিয়ে রয়েছেন। শিবপুরে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি এগিয়ে আছেন।

ভবানীপুর থেকে পিছিয়ে আছেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেহালা পশ্চিমে পিছিয়ে আছেন বিজেপির শ্রাবন্তী চ্যাটার্জি। চণ্ডীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সোহম।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102