টানা দুই দিন বড় দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬২ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯১ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ লেনদেনও বেড়েছে। আজ লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার। গতকাল রোববার লেনদেন হয় ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার। ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৬টির, অপরিবর্তিত আছে ১০৮টির দর।
ডিএসইতে গত দুই দিনের বড় দরপতনে ডিএসইএক্স কমেছে ১৬৬ পয়েন্ট বা ৩ শতাংশ। এর মধ্যে গতকাল এক দিনে ডিএসইএক্স সূচকটি কমে ৮৫ পয়েন্ট বা দেড় শতাংশের কাছাকাছি। মাত্র ৪৪ কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে সূচক সাড়ে ৯ শতাংশ এবং লেনদেন ৭০ শতাংশের কাছাকাছি কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল এক দিনে কমেছে ২৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, এনআরবিসি ব্যাংক, রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বিএটিবিসি ও স্কয়ার ফার্মা। এর মধ্যে ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক আজই শেয়ারবাজারে যাত্রা শুরু করেছে।
চতুর্থ প্রজন্মের ব্যাংকের মধ্যে এটিই প্রথম শেয়ারবাজারে যুক্ত হলো। সেই সঙ্গে ১২ বছর পর দেশের শেয়ারবাজারে নতুন একটি ব্যাংক তালিকাভুক্ত হলো।
এনআরবিসি ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১২ কোটি শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা সংগ্রহ করেছে। আইপিওতে প্রতিটি শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি করা হয়। ব্যাংকটি জানিয়েছে, আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের মধ্যে ১১০ কোটি টাকা সরকারি বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। ৬ কোটি টাকা বিনিয়োগ করা হবে শেয়ারবাজারে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩২ শতাংশ।
কমেন্ট করুন