সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

পুলিশের ভয়ে ইয়াবা বহনকারী চলন্ত কাভার্ডভ্যান থেকে লাফিয়ে পালালো চালক

সৈকত
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরে আদর্শগ্রাম সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে পুলিশের ভয়ে ইয়াবা বহনকারী চলন্ত কাভার্ড ভ্যান থেকে লাফিয়ে পালিয়েছে চালক। এসময় ট্রাফিক পুলিশের এটিএসআই গোলাম রব্বানীর প্রচেষ্টায় অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গাড়িটি। পরে গাড়ি তল্লাশি করে ১৭ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

তিনি জানান, নিত্যদিনের মতো এটিএসআই গোলাম রাব্বানী কলাতলীর ডলফিন মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রন ডিউটি শেষ করে পুলিশ লাইন্সে কক্সবাজারে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় ঢাকা মেট্রো-ম, ৫৪-০২৮০ নাম্বার যুক্ত কাভার্ডভ্যানটিকে দাড়ানোর জন্য সংকেত দেন এবং লিফট চান রব্বানী। অগত্যা একরকম অনিচ্ছা সত্বেও কাভার্ডভ্যানের চালক তাকে লিফট দেয়। গাড়িটি উত্তর আদর্শ গ্রাম এলাকা অতিক্রম করার সময় কথাপ্রসঙ্গে গোলাম রাব্বানী ড্রাইভারের কাছে জানতে চান তিনি কোথায় যাচ্ছেন এবং একা কেন? হেলপার কোথায়? তখন ঘড়িতে বাজে রাত অনুমান ৮ টা ২০ মিনিট। চালক এই প্রশ্নের কোন উত্তর না দিয়ে হুট করে চলন্ত ভ্যান হতে লাফ দিয়ে নিচে পড়ে দৌড়ে পালিয়ে যায়। গোলাম রাব্বানী (ড্রাইভিং জানা আছে) দ্রুত চালকের আসনে বসে গাড়িটি নিজের নিয়ন্ত্রণে নেয়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা টিম নিয়ে সেখানে উপস্থিত হন। অতঃপর স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত ১৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০০ টাকার দুটি নোট পেয়ে জব্দ করে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102