বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

পেকুয়ায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় ঘরে ঢুকে নেজাম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিনগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত শাব্বির আহমদের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী বলে জানিয়েছে পরিবার।

নিহতের স্ত্রী শামিনা বেগম জানান; শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বারবাকিয়া ইউনিয়নের একজন ইউপি সদস্যসহ নেতৃত্বে ১৪/১৫ জন তাদের ঘরে ঢুকে তার স্বামী নেজাম উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। হামলাকারীরা চলে যাওয়ার পরে এলাকাবাসী গিয়ে গুরুতর আহত নেজাম উদ্দিনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার সাংবাদিকদের জানান; এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102