বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

প্রেমিকের খোঁচার কোনো উত্তর দিলেন না শ্রাবন্তী

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে

গোপন কথা চাইলেও বেশি দিন গোপন রাখা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার প্রকাশ হয়ে যাচ্ছে নিজেদের খুনসুটিগুলো। নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিরূপ নাগ চৌধুরী। তার প্রকাশ ঘটছে তাদের প্রোফাইলে।

স¤প্রতি প্রেমিককে জন্মদিনে প্ল্যাটিনামের ওপর বসানো হীরের দামি আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। ফেসবুকে সেই ছবি দিয়ে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিরূপ। তিনি লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ। তবে এ ভালোবাসা শুধু নিজের ফেসবুকের দেয়ালের গণ্ডিতে আটকে রাখেননি শ্রাবন্তীর ব্যবসায়ী প্রেমিক। প্রেমিকার ইনস্টাগ্রামের পোস্টেও মুগ্ধতা প্রকাশ করেছেন।

গত ১৫ জুন একটি ভিডিও দিয়েছিলেন শ্রাবন্তী। হালকা ফিনফিনে শাড়ি, খোলা চুলে দেখা যায় তাকে। হাতে এবং গলায় মানানসই গহনা। ছোট সেই ভিডিওতে নেহা ভাসিনের কণ্ঠে ‘ইশক কি চাশনি’সেই গানের সঙ্গে শ্রাবন্তীর নানা অভিব্যক্তি হিল্লোল তুলেছে অভিরূপের মনে। মন্তব্য বক্সে তিনি লিখেছেন, ‘ম্যাজিকাল’। শ্রাবন্তী যদিও প্রেমিকের মন্তব্যের কোনও উত্তর দেননি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102