মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

বইমেলা চলবে নির্ধারিত সময় পর্যন্তই

সৈকত
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে

একুশে বইমেলায় বেচাকেনার খরা কাটছে না। লোকজনের উপস্থিতিও কমে এসেছে। তবে মেলা নির্ধারিত সময় ১৪ এপ্রিল পর্যন্তই চলবে বলে বাংলা একাডেমির পর্যালোচনা সভায় জানানো হয়েছে।

আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রান্তের অংশে লোকজন তেমন ছিলেনই না। এ পাশের অনেক স্টলে সারা দিন বই বিক্রি হয়নি। উষারদুয়ার প্রকাশনীর প্রকাশক কাব্য সুলতানা বললেন, গত চার দিনে তাঁর স্টলে কোনো বিক্রি হয়নি। স্টল দেওয়া, নতুন বই প্রকাশ মিলিয়ে তাঁর ছয় লাখ টাকার বেশি খরচ হয়েছে।

বড় প্রকাশকদের স্টলেও এখন পর্যন্ত তেমন বিক্রি নেই। অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথের প্যাভিলিয়ন বাংলা একাডেমির প্রবেশপথের কাছে। জায়গাটি বেশ ভালো। কিন্তু বিক্রি আশাপ্রদ নয়। তিনি জানালেন, তিন ভাগের দুই ভাগ বিক্রি কমে গেছে।

গতকাল মঙ্গলবার মুহম্মদ জাফর ইকবালের নতুন উপন্যাস ‘নীলাঞ্জনা’ এসেছে তাঁর স্টলে। প্রতিবার তাঁর বই প্রথম দিনেই দুই-তিন শ কপি বিক্রি হয়ে যায়। এবার তা হয়নি। যাঁরা বই কিনবেন, তাঁরাই মেলায় আসছেন না বলে মন্তব্য করলেন তিনি।

অনেক প্রকাশকই বলেছেন, এখন করোনার সংক্রমণ বাড়ছে। আবহাওয়াও মেলার উপযোগী নয়। এ সময় মেলা না করে তাঁরা ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে করার যে প্রস্তাব দিয়েছিলেন, তখন করলেই ভালো হতো। কথাসাহিত্যিক মোস্তফা কামালও একই মন্তব্য করলেন। বইমেলাটা একুশের চেতনার সঙ্গে জড়িত। কারও নির্দেশে সময়মতো এ মেলা হয়নি। সময় পরিবর্তন করায় মেলার প্রতি হৃদয়ের সেই টান অনুভব করেন না তিনি। এবার মেলায় তাঁর চারটি উপন্যাস এসেছে। এর মধ্যে ইতিহাসভিত্তিক উপন্যাস ১৯৭৫’ এনেছে অন্যপ্রকাশ, পার্ল এনেছে ‘অপরাজিতা’।

পর্যালোচনা সভা

আজ বিকেল পাঁচটায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে অমর একুশে বইমেলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত সচিব অপরেশ কুমার ব্যানার্জি, মেলার সদস্যসচিব জালাল আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নির্বাহী পরিচালক মনিরুল হক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শ্যামল পাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত মেলা চালু রাখার সিদ্ধান্ত পুর্নব্যক্ত করা হয়। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার প্রতি জোর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102