বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সৈকত
  • আপডেট করা হয়েছে বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবুল কাসেম মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চাম্বল ইউনিয়নের সিন্ধিপাড়া এলাকার বদিউল আলমের ছেলে।

বুধবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাম্বল মুন্সিখীল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাম্বল মুন্সিখীল এলাকায় বসত বাাড়ির জন্য রাস্তার ধারে টানা ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইনের খুঁটির ওপরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় তারে জড়িয়ে পড়ে আবুল কাসেম। পরে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবুল কাসেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী পল্লী বিদ্যুতের উপ-ব্যবস্থাপক জসীম উদ্দীন।

চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী পূর্বকোণকে বলেন, বিদ্যুতের কাজ করতে গিয়ে মিয়া নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102