বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বালুবাহী ট্রাকে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে ১১ বিজিবির সদস্যরা।
আটককৃতরা হলেন, জেলার লামা উপজেলার বাসিন্দা ট্রাক চালক মো. ইউনুছ আলী (২১), সহকারি চালক রতন মিয়া (২১) ও কক্সবাজারের খুটাখালীর বাসিন্দা বালুর মালিক হেলাল উদ্দিন (৩০)।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেল বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির একটি বিশেষ টিম রোববার গভীর রাতে বাইশারী বাজার থেকে কক্সবাজারগামী বালুবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর ভিতর লুকানো ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়। পরে ট্রাক সহ ট্রাকের চালক, সহকারি চালক ও বালুর মালিককে আটক করা হয়। পরে আটক আসামি ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকায় যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
কমেন্ট করুন