বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

বাসে বোমা বিস্ফোরণ, আফগানিস্তানে নিহত ১১

সৈকত
  • আপডেট করা হয়েছে সোমবার, ১০ মে, ২০২১
  • ৪১৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একটি বাসের অন্তত ১১ জন নিহত ও বহু আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

রবিবার (৯ মে) রাতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে ঘটনাটি ঘটেছে। সোমবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গুল ইসলাম। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।

এদিকে সোমবার (১০ মে) ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণে একটি মিনিবাসের দুই জন নিহত ও নয় জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় কাবুলজুড়ে নিরাপত্তা জোরদার করে উচ্চ সতর্কাবস্থা বজায় রাখার পরও শহরটির শিয়া অধ্যুষিত এলাকার ওই স্কুলটিতে ভয়াবহ হামলা হয়।

বিদেশি সৈন্য প্রত্যাহার চলার মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে চলছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হন। হতাহতের অধিকাংশই ওই স্কুলটির ছাত্রী।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে সহিংসতা দ্রুত বাড়তে শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102