বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

বাস-মাইক্রো-লেগুনার সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ১৭

সৈকত
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫২৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষে শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (২৬ মার্চ) বেলা পৌনে ২টায় রাজশাহী সদরের কাটাখালীতে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, দুপুরে রংপুর থেকে একটি হায়েস মাইক্রোবাস রাজশাহী আসছিল। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কে কাটাখালী থানার সামনে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি হিউম্যান হলারকে (লেগুনা) ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়ির ভেতরেই অনেকে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102