মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন

বিস্ফোরণের পর মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা গুরুতর

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ৯ মে, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

মালদ্বীপের রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে আহত সাবেক প্রেসিডেন্ট ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ নাশিদের অবস্থা গুরুতর।

বিবিসি জানায়, তার মাথা, বুক, তলপেটসহ শরীরের একাধিক জায়গায় অস্ত্রোপচার করতে হয়েছে।

এরপর শুক্রবার তাকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাশিদকে তার বাড়ির বাইরে বোমা হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি।

হামলায় আরও চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নাশিদের দেহরক্ষী। অপর দুইজন পথচারী। এই পথচারীদের একজন ব্রিটিশ নারিক। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ এই হামলার ঘটনাকে ‘মালদ্বীপের গণতন্ত্র ও অর্থনীতির ওপর হামলা’ বলে অভিহিত করেছেন। ঘটনা তদন্তে সহায়তা করতে অস্ট্রেলিয়ার পুলিশ মালদ্বীপে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102