রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

মগনামায় ঘেরের বাসায় আগুন, আ’লীগের সভাপতির বাড়িসহ ৩টি স্থাপনা ভাংচুর

সৈকত
  • আপডেট করা হয়েছে বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে

পেকুয়ায় ছাত্রদল সাবেক ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন হত্যাকান্ডকে ঘিরে মগনামা ইউনিয়নে ব্যাপক সহিংসতা ও নাশকতা চালানোর খবর পাওয়া গেছে। একদল দুবৃর্ত্ত হত্যাকান্ডকে পুঁজি করে মগনামা ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ক্ষমতাসীন দল আ’লীগের নেতা-কর্মীদের বাড়ি ঘরে তান্ডব ও ব্যাপক লুটপাট চালিয়েছে। এর সুত্র ধরে দুবৃর্ত্তরা আ’লীগের নেতা-কর্মীদের ৩ টি বাড়িতে হামলা চালায়। এ সময় ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম চৌং বাবুলের বসতবাড়ি ভাংচুর করা হয়েছে। হত্যাকান্ডের সুত্র ধরে বিএনপি জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা একটি চিংড়ি ঘেরের দুটি বাসায় অগ্নিসংযোগ করেছে।

এ সময় দুবৃর্ত্তদের দেয়া আগুনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মকছুদ আহমদের ব্যাঙওয়াল ঘোনার দুটি বাসা পুঁড়ে ছাই হয়ে যায়। গত ২ মে (রবিবার) থেকে ৪ মে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন ধরে দফায় দফায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা সংঘটিত হয়েছে। সুত্রে জানা গেছে, ২ মে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ফুলতলা ষ্টেশনে চায়ের দোকানে মুখোশ পরিহিত সন্ত্রাসীদের হামলায় জয়নাল আবেদীন নিহত হন। একই ঘটনায় আলী আকবর নামক অপর যুবকও মারাত্মক জখম হয়েছেন। নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়ার মৃত নুরুন্নবীর পুত্র ও জাতীয়তাবাদী ছাত্রদল মগনামা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। এর সুত্র ধরে ওই দিন আফজলিয়া পাড়া, ফুলতলাসহ আশপাশের আরো কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জয়নাল আবেদীনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।

পথিমধ্যে তার মৃত্যুর এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে শতাধিক উত্তেজিত লোকজন অস্ত্র শস্ত্র ও ধারালো দা, কিরিচ নিয়ে ওই দিন রাত ১০ টার দিকে ফুলতলা ষ্টেশনের পূর্বপাশে অবস্থিত ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম চৌং বাবুলের বাসভবনে হানা দেয়। এ সময় বসতবাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছোড়া হয়েছে। বসতবাড়ির প্রধান ফটক ভেদ করে দুবৃর্ত্তরা বাড়িতে ঢুকে পড়ে।

এ সময় ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালানো হয়। একই দিন রাত সাড়ে ১০ টার দিকে দুবৃর্ত্তরা মাঝিরপাড়ায় ব্যাঙওয়াল ঘোনার চিংড়ি ঘেরে গিয়ে তান্ডব চালায়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও একাধিক মামলার ফেরারী আসামী হারুনুর রশিদ মানিকসহ বিএনপি জামায়াত-ছাত্রদল ও শিবিরের স্বশস্ত্র ক্যাডাররা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মকছুদ আহমদের চিংড়ি ঘেরটির দুটি বাসায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে ।

এ সময় সেখান থেকে মালামাল, সৌর বিদ্যুতের কয়েকটি প্যানেল ও ব্যাটারী লুট করে নিয়ে যায়। ৩ মে সোমবার দুবৃর্ত্তরা মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া গ্রামে গিয়ে একটি কলোনীতে ভাংচুর চালায়। মকছুদ আহমদের ছোট ভাই ব্যবসায়ী মোস্তাক আহমদের মালিকানাধীন কলোনীতে গভীর রাতে ২০/৩০ জনের অস্ত্রধারী হানা দিয়েছিল। এ সময় কলোনীর ১০ টি কক্ষে ও দুটি দোকানে ভাংচুরসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে মকছুদ আহমদের পিতা নুইন্যারপাড়ার আহমদ কবির প্রকাশ বদ জানান, আমার ছেলেরা ব্যবসা বাণিজ্য করে চলে। এ বছর ব্যাঙওয়াল ঘোনার চিংড়ি ঘের ইজারা নিয়েছে। এর আগে ঘোনাটি চেয়ারম্যান ওয়াসিম ২ বছর করেছে। জমি মানুষের ব্যক্তিমালিকানাধীন।

ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম চৌং বাবুল জানান, ওয়াসিম ও তার ক্যাডার বাহিনী আমার বাড়ি আক্রমন করেছে। বিএনপি নেতা কানা মানিকসহ অস্ত্রধারীরা এসে আমার বাড়ি থেকে মালামাল লুট করেছে। মহিলাদের অস্ত্রের মুখে জিম্মী করে ভিতরে ঢুকে লুটপাট চালায়। এমপি ও ওয়াসিমের ঐক্যতে আজকে মগনামায় আ’লীগের উপর শতাব্দীর ভয়াবহ নিপীড়ন ও জুলুম চলছে। ওয়াসিম ধানের শীষের চেয়ারম্যান। গোপন ব্যবসা করে কালো টাকার মালিক। ওই টাকা ব্যয় করছে আ’লীগ নিধনের জন্য। এমপি ছাত্রদল নেতার জানাজার মাঠ থেকে আ’লীগের নেতা-কর্মীদের হুংকার দিয়ে বলেছে এ মগনামায় কোন নৌকা নিয়ে ভোট করার প্রয়োজন নেই। আমি চেয়ারম্যান বানাবো ওয়াসিমকে। আমার হাত দিয়ে ওয়াসিম চেয়ারম্যান হবে।

ভাগিনা ওয়াসিম আমাকে অপরাধীদের যে তালিকা দিয়েছে ওই তালিকায় সবাইকে সাইজ করা হবে। এখানে এক ইঞ্চিও এমপি আ’লীগকে ছাড় দিবেননা। এখন আমরা মিথ্যা মামলায় আসামী হয়ে গেছি। আমি তিনমাস ধরে অসুস্থ। এ হত্যাকান্ড অত্যন্ত নিষ্ঠুর। যারা হত্যাকান্ডে জড়িত এদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। তবে এমপি সাহেব জানাজার মাঠ থেকে যে হুংকার দিয়েছে সেটি দায়িত্বশীল মানুষের আচরণ হতে পারেনা। তিনি এখানে নৌকা নিয়ে ভোট না করার জন্য আগাম হুংকার দিয়ে গেছেন।

নেত্রী বলেছেন, হাইব্রীডদের প্রশ্রয়দাতাদেরও তালিকা করা হবে। নেত্রী বলছেন এক রকম, আর এখানে এমপি এর বিপরীত। নৌকা নিয়ে এমপি হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী রাজনীতির চর্চার বিরোধীতা করবেন সেটি আমরা মেনে নিতে পারিনা। আমরা নির্যাতিত। এর সমাধানের জন্য আমরা উচ্চ পর্যায়ে প্রয়োজনে যোগাযোগ করবো। ইউনিয়ন আ’লীগের সভাপতি খাইরুল এনাম জানান, বিএনপির দুগ্রুপের মধ্যে দ্বন্ধের জের ধরে জয়নাল আবেদীন হত্যাকান্ডের শিকার হয়েছে। সেটি আ’লীগের উপর চাপানোর কৌশল এমপি ও ওয়াসিমের।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102