সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় এক জনের মৃত্যুর অভিযোগ

সৈকত
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’মাস আগে সংগঠিত ঘটনায় আহত ব্যক্তি ১৯ জুন (শনিবার) মৃত্যু বরণ করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছেন।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই জানিয়েছেন, গত ২৫ এপ্রিল মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের অধীন চরপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন মামা-ভাগ্নেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় জনৈক নুরুল ইসলাম খলিফা ও সলিমুল্লাহ খানদের মধ্যে সংগঠিত এ ঘটনায় সে সময় নুরুল ইসলাম আহত হয়েছিলেন। ঘটনার প্রায় দুই মাস পর ২৯ জুন (শনিবার) দুপুরে ৭০ বছর বয়সী নুরুল ইসলাম খলিফার মৃত্যু হয়। মহেশখালী হাসপাতাল সূত্র জানিয়েছে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ওসি জানান -নিহতের পরিবারের দাবি -প্রায় দুই মাস আগে সংগঠিত ঘটনায় আহত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102