শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

মূল্য তালিকা না রাখায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সৈকত
  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫০৪ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর মধ্যে শহরের বাহারছড়া বাজারের নাজিয়া পোল্ট্রিকে অতিরিক্ত মূল্যে মুরগি বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে এস, এইচ, আরমান পোল্ট্রিকে ৩ হাজার টাকা, সলিফা পোল্ট্রিকে ৪ হাজার টাকা, ৬ নাম্বার ঘাট এলাকার গ্যাস সিলিন্ডার বিক্রেতা শাহ ট্রেডার্সকে মূল্য তালিকা না রাখার অপরাধে ৫০০ টাকা, একই আপরাধে কানাইয়া বাজার এলাকার ফল বিক্রেতা রায়হান স্টোরকেকে ৫০০ টাকা, শহীদ ফুডসকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

এসময় ৬ নাম্বার ঘাট, কানাইয়া বাজার এবং বাহারছড়া বাজার এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে প্রচারনা করা হয়। অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102