বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

মে মাসের শুরুতে আসছে ২১ লাখ টিকা

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

মে মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ।

রোববার (২৫ এপ্রিল) বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক সভায় সাংবাদিকদের এই কথা জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম।

মহাপরিচালক বলেন, ওই ২১ লাখ টিকার একটি অংশ আনবে বেক্সিমকো ফার্মাসিউক্যালস। আরেকটি অংশ পাওয়া যাবে কোভ্যাক্স থেকে। এর মধ্যে বেক্সিমকো আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত এক লাখ টিকা পাওয়া যাবে।

খুরশীদ আলম জানান, পাশাপাশি চীন থেকে ৫ লাখ ডোজ টিকা উপহার নেওয়া হবে। যেহেতু টিকা শেষের আগেই আমরা পাচ্ছি, তাই আশা করি কোনো সংকট হবে না।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102