কক্সবাজার সদর হাসপাতাল ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুরক্ষা উপকরণ দিয়েছে জাতীয় সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।
স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমার পক্ষে এসব সুরক্ষা উপকরণ আজ বুধবার কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিক-উস্-ছালেহিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার সুইটির কাছে হস্তান্তর করা হয়।
এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ১৯ বক্স সার্জিক্যাল মাস্ক, শরীরের তাপমাত্রা মাপার চারটি যন্ত্র, ৩৭ বক্স সার্জিক্যাল গ্লাভস্, ৬৫টি পিপিই, ১৩০টি সেফটি সানগ্লাস এবং কক্সবাজার সদর উপজেলা প্রশাসনকে ২০০টি মাস্ক, ২০০টি হ্যান্ড গ্লাভস্, ৬টি স্যাভলন, শরীরের তাপমাত্রা মাপার একটি যন্ত্র, ৬টি পিপিই দেওয়া হয়েছে।
এসময় স্কাস এর জেলা প্রোগ্রাম ম্যানেজার তোফাজ্জল হোসেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার কাজী জাকির হায়দার ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন