রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

সম্মেলনের শ্রীবৃদ্ধি নয়, সংগঠনের শ্রীবৃদ্ধি করুনঃ অ্যাডভোকেট আফজাল হোসেন

Reporter Name
  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৬৩২ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন সম্মেলনের শ্রীবৃদ্ধি নয়, সংগঠনের শ্রীবৃদ্ধি করুন।

তিনি বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর জীবনাদর্শকে অনুসরণ করে জীবন গঠন করতে পারলে আমরা সত্যি কারের মানুষ হতে পারব।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাজাহান খান, মজিবুর রহমান খালেক, মহিউদ্দিন মহারাজ, গোলাম সারওয়ার টুকু, মিরাজুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ফাইজুর রশিদ খসরু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মিরাজুল ইসলাম।

অ্যাডভোকেট আফজাল হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ এরশাদ বিরোধী গণআন্দোলনে ট্রাকের চাপায় নিহত শহীদ দেলোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102