রমজান মাস জুড়ে নগরবাসীর নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ২ শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । কোতোয়ালী থানার অভিযানেই ৪০ ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। পাঁচলাইশ থানায় গ্রেপ্তার হয়েছে ২৭ পেশাদার ছিনতাইকারী। আকবরশাহ থানায় গ্রেপ্তার করা হয়েছে ২১ ছিনতাইকারীকে । চান্দগাঁও থানায় তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী শহিদুল ইসলাম ওরফে ভুইস্যাসহ গ্রেপ্তার হয়েছে ২০ ছিনতাইকারী। এছাড়া ডবলমুরিং থানায় গ্রেপ্তার হয়েছে ১২ জন ছিনতাইকারী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক জানান, নগরীতে রমজান মাসে চুরি ছিনতাই রোধে সর্তক ছিল পুলিশ। যার সুফল হিসেবে পুলিশের জালে আটক হয়েছে একাধিক ছিনতাইকারী চক্র। তবু আমাদের সর্তক থাকতে হবে যাতে ঈদের ছুটিতে যাতে বাসা বাড়িতে চুরির ঘটনা না ঘটে। এই সময়ে অপরিচিত মানুষের কাছ থেকে কেউ কিছু না খাওয়ার অনুরোধ রইল।
কমেন্ট করুন