সিলেট প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় দুইটি পৃথক কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ, কারিগরি শিক্ষার্জন করলে কেউ বেকার থাকে না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন। দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্ধৃতির দেশ। ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট পাকা করেছে বর্তমান সরকার। ডিজিটাল দেশ বাস্তবায়ন হয়েছে।
ট্রাষ্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ শাহ নেওয়াজ (মিলাদ গাজী), সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, কবির উদ্দিন আহমদ, ট্রাষ্টের ট্রেজারার আনছার মিয়া, বৃত্তির আহ্বায়ক আনহার মিয়া, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সহযোগী অধ্যাপক রজিক মিয়া. অধ্যক্ষ মনু মিয়া, অধ্যাপক আবুল কালাম আজাদ, ডা. শাকিল আহমদ শাহীন, শামীমুর রহমান, আতাউর রহমান রজব, হান্নান মিয়া প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, ওসমানীনগর থানা সার্কেল রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ, চেয়ারম্যান ইমরান রব্বানী, গোলাম কিবরিয়া, আব্দুর রব, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদাল মিয়া. সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল প্রমুখ।
কমেন্ট করুন