প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা। এসময় জেলার বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের নেতারা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণ দাবি করেন।
প্রথম আলো বন্ধুসভার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য গত সোমবার বেলা তিনটার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। এরপর তাঁকে একটি কক্ষে প্রায় ছয়ঘন্টা আটকে রেখে নানাভাবে হেনস্তা করা হয়। এসময় তাঁর ওপর শারীরিক ও মানসিক নিযাতন চালানো হয়। এক পযায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। লুটিয়ে পড়েন মেঝেতে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাঁর তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা হয়নি।
রাত সাড়ে আটটার পর তাঁকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। সেখানে প্রায় ১১ ঘন্টা পুলিশি হেফাজতে ছিলেন রোজিনা ইসলাম। এর মধ্যেই থানায় তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেওয়া হয়। ঘটনার টানা ২৩ ঘন্টা পর একজন খ্যাতিমান নারী সাংবাদিককে কারাগারে পাঠানো অমানবিক ঘটনা এবং মানবাধিকারের লংঘন।আমরা রোজিনা ইসলামের দ্রুত মুক্তি এবং হেনস্তার ঘটনায় জড়িত দুর্নীবাজদের আইনের আওতায় আনার দাবিতে এই মানববন্ধন কর্মসনূচির আয়োজন করেছি। সারা বাংলাদেশের মানুষ আজ রোজিনা ইসলামের পক্ষে সোচ্চার-ঐক্যবদ্ধ। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানানো হচ্ছে।
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন, তা বাঁধাগ্রস্ত করতে এবং সরকারকে বিপদে ফেলতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ চক্রটি রোজিনা ইসলামকে হেনস্তা ও শাররীক নিযাতন করেছে। হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাঁদের অবৈধ সম্পদের হিসাবে জনগণকে জানাতে হবে।
সমাবেশে বক্তব্য দেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ এম নজরুল ইসলাম, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা দীপু, কক্সবাজার ইলেক্ট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, কক্সবাজার টুয়েন্টফোর ডটকম এর সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, শিক্ষক আরিফুর রহমান, সামাজ উন্নয়ন কর্মকর্তা কায়সার হামিদ, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ইব্রাহিম প্রমুখ।
কমেন্ট করুন