রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

৩০০ পরিবারকে ত্রাণ দিলেন কবি নুরুল হুদার মেয়ে লুসানা

সৈকত
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কবি নুরুল হুদার মেয়ে লুসানার অর্থায়নে তিনশত অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বাংলা একাডেমির সাবেক পরিচালক কক্সবাজারের কবি নুরুল হুদার মেয়ে লুসানা আঞ্জুমান হুদার নিজস্ব অর্থায়নে কক্সবাজারের বিভিন্ন এলাকায় গরীব দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন। গত ১৭ ই মে সোমবার সকালে কক্সবাজারের রামু, ঝিলংজা, খরুলিয়া সহ বিভিন্ন এলাকায় ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়া তিনি তাঁর পৈতৃক এলাকায় তার পিতা কবি মুহাম্মদ নুরুল হুদা ও চাচা ডক্টর শামসুল হুদা পরিচালনায় তার দাদার নামে সেকান্দর আলী ফাউন্ডেশন গড়ে তুলেন। এই ফাউন্ডেশনের অধীনে বর্তমানে এতিমখানা ও হেফজখানা, মসজিদ ও চিকিৎসা কেন্দ্র পরিচালিত।

লুসানা আঞ্জুমান হুদা বলেন, করোনাকালীন সময়ে অনেক মানুষ কর্মহীন হওয়ায় অসহায় জীবন যাপনের চিত্র দেখলে একজন দেশের সু-নাগরিক হিসেবে এগিয়ে আসার নৈতিক দায়িত্ব থেকে ত্রাণ বিতরণ একটি অন্যতম কার্যক্রম। এছাড়া ভবিষ্যতে জনগণের জন্য আরো অনেক জনকল্যানমূলক কিছু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102