নগরীর ফিশারীঘাটে অভিযান চালিয়ে ৪০ লক্ষ টাকার অবৈধ বিহুন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার ( ১৯ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তর ও কোস্টগার্ড পূর্বজোনের যৌথ অভিযানে এসব জাল জব্দের পর ধ্বংস করা হয়।
সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, নগরীর ফিশারীঘাটে অভিযান পরিচালনা করে জেলেদের কাছ থেকে ৪৫ মি.মিটারের কম ফাঁসের অবৈধ বিহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল বাংলাদেশ কোস্টগার্ড পূৃর্বজোন সিসিএমসি সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন এর এন্টি স্মাগলিং অফিসার লে. কমান্ডার সাজ্জাদ হোসেন এবং সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হক। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মামুনুর রশিদ এম ই এস, এম আশ্রাফুল ইসলাম পিও, মো. রাশেদ মিয়া (পিও), শেখ এমলাক হোসেন পিও, সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক এস এম সাজ্জাদ উদ্দিন ও মো. মনজুর আলম উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন