সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

৯৩ লাখ টিকা দেওয়া শেষ

সৈকত
  • আপডেট করা হয়েছে সোমবার, ১০ মে, ২০২১
  • ২১৩ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে রবিবার (৯ মে) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ৮৬ জন।

রবিবার ( ৯ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জনের মধ্যে পুরুষ ২২ লাখ ৫২ হাজার ৩৪০ জন, আর নারী ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬ জন।

প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯৭০ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৩০ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102