শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের কার্যক্রম পরিদর্শনে ডিআইজি

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনের এন্ড ইন্টেলিজেন্স) মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) উখিয়ার কুতুপালংস্হ মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড ব্যাটালিয়ান পুলিশ ফাঁড়ি পরিদর্শন করছেন ।

শুক্রবার (১২ জুন) পরিদর্শনকালে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতাসহ দায়িত্বপালনের বিষয়াবলী সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জনসংখ্যার হার ও প্রত্যাবর্তন বিষয়ে জানতে চান।

এ সময় কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ বিপিএম (বার) ( উখিয়া সার্কেল), উখিয়া থানার (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন ও মধুরছড়া পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার মোঃ ইয়াসিন ফারুক মজুমদার উপস্থিত ছিলেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর আসিবুল হক ভুঁইয়া জানান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সাইফুল ইসলাম বালুখালী ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102