বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

এবার হজের সুযোগ পাবেন সর্বোচ্চ ৬০ হাজার জন

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৭৮ বার পড়া হয়েছে

সৌদি আরবে অবস্থানরত মুসলিমদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে এবার হজ পালনের সুযোগ দেবে সরকার। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বারের মতো এবারও বিদেশ থেকে হজযাত্রী নেওয়া বন্ধ রাখার পাশাপাশি অভ্যন্তরীণ হজ পালনকারীর সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে সৌদি আরব সরকার। হজপালন বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে এসপিএ বলেছে, ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, শুধু তাদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে এবার হজের সুযোগ দেওয়া হবে

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরও বিদেশ থেকে হজযাত্রী সৌদি আরব যায়নি। তবে সেখানে অবস্থানরত সীমিত সংখ্যক সৌদি নাগরিক ও বিদেশি নানা বিধিনিষেধের মধ্যে হজ করার সুযোগ পান। গত বছর হজের অনুমতি পাওয়া ব্যক্তিদের সংখ্যা ১০ হাজারের মতো। অথচ প্রতিবছর হজ পালন করেন প্রায় ২৫ লাখ মানুষ, যাদের ২০ লাখের বেশি বিদেশ থেকে যান।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102