মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

কক্সবাজারে শনিবার ৭৪ জনের করোনা শনাক্ত

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় আরও ৭৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন। কক্সবাজার জেলার বাসিন্দা আছেন ৪৯ জন ও ১ জন বান্দরবান জেলার। ৮ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও ফলোআপ রোগী আছেন ১৬ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির দৈনিক কক্সবাজারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. শাহজাহান নাজির জানান, কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে গতকাল মোট ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৩৭১ জনের। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৪ জন, উখিয়ার বাসিন্দা ৭ জন, টেকনাফের বাসিন্দা ৭ জন, চকরিয়ার বাসিন্দা ৪ জন, মহেশখালীর বাসিন্দা ১ জন এবং চট্টগ্রামের বান্দরবনের ১ জন।

এনিয়ে শনিবার ২৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মোট ৭ হাজার ৮ শত ৯৭ জন। আক্রান্তদের মধ্যে শুধু কক্সবাজার সদর উপজেলার ৩ হাজার ৮৭২ জন, যা মোট রোগীর প্রায় অর্ধেক। গত ২৩ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৯৩ জন। এতে ১১ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

এদিকে ২২ এপ্রিল পর্যন্ত জেলার করোনা আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৪১৫ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮১.৮১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২২ এপ্রিল পর্যন্ত নিজ গৃহে আইসোলেসনে ১ হাজার ৬৮ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে ১৯৬ জন। এর মধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৬১ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে ৯ জন, কক্সবাজার শহরের পশ্চিম বাহারছরা ফ্রেন্ডসশিপ SARI হাসপাতালে ২৫ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টারসমূহে রয়েছেন স্থানীয় ৪২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৫৫ জন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102