মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে ভেসে এল বিশাল আকৃতির তিমি

সৈকত
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৭০ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরের হিমছড়ি সমুদ্রসৈকতে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিমিটি ভেসে আসে। তবে এটির মৃত্যুর কারণ এখনও জানা যায় নি।

আবদুর শুক্কুর নামের এক ব্যবসায়ী জানান, আজ দুপুরে স্থানীয়রা তিমিটিকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে তারা এটিকে মৃত দেখতে পান। তিমিটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরও ফুলে গেছে। তাদের ধারনা এটির ওজন কয়েকটন হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বনকর্মী ও হিমছড়ি পর্যটনস্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। এটি একটি তিমি মাছ। অনেক আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর নাড়িভুঁড়ি কিছুই নেই।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102