শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন

করোনা দুর্যোগে নাইক্ষ্যংছড়ি সদরে ৩৫ শত কর্মহীন ও হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

পার্বত্য নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়ন এলাকায় ঈদকে সামনে রেখে ও করোনা দুর্যোগে কর্মহীন ও অতি দরিদ্র ৩ হাজার ৫ শত ৬২ পরিবারকে নগদ অর্থ সহায়তা দান করেছেন সরকার ।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখেপ্রধানমন্ত্রীর দেয়া সহায়তা তুলে দেন সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধিরা এসব প্রণোদনা তুলে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে। আর এ উপহার পেয়ে পাহাড়ি জনগোষ্ঠির মাঝে ঈদ আনন্দ যেন আগেই নেমে এসেছে এমন পরিবেশ সৃষ্ট হয়েছে।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবসার জানান, শনিবার ৮ মে সকাল ১০ টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ নগদ এ অর্থ তুলে দেন তারা। এর আগে ইউনিয়নের বিভিন্ন স্পটে এ টাকা বিতরণ করেন পরিষদ বর্গ ।

এ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও উপজেলা খাদ্য অফিসার মো: সেলিম হেলালী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান নরুল আবছার, সদস্য আরিফ উল্লাহ ছুট্টু সহ সকল ইউপি সদস্য।

অতিথির বক্তব্যে, উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া আফরিন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শ্রমজীবী মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

এ নিয়ে সকলের সার্বিক সহযোগিতা চান তিনি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102