টেকনাফের নাফ নদীর হাবিবউল্লাহ জোড়া এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে পাচারকারীরা।
মঙ্গলবার রাত পৌনে ১১ টা থেকে রাত দুইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফে দুই বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির একটি টিম সেখানে অভিযানে যায়। এক পর্যায়ে হাবিবউল্লাহ জোড়া হতে ৬০ গজ পশ্চিমে নাফ নদী পার হয়ে ৪/৫ জন লোককে একটি প্লাস্টিকের বস্তাসহ প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাটি ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে শূণ্যরেখা অতিক্রম করে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। এ ঘটনায় পলাতক ব্যক্তিদের সনাক্ত করতে বিজিবি কাজ করছে। উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এসব ইয়াবা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
কমেন্ট করুন