শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

পাহাড় ধসে দুই রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু

সৈকত
  • আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পাহাড় ধসে দুই রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর একটার দিকে টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকে পাহাড় ধসে নুর হাসিনা (২০) নামে এক রোহিঙ্গা নারী মারা যান। এর আগে সকাল ১০টার কিছু সময় পর উখিয়ার ময়নারঘোনার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে/৭ ব্লকে পাহাড় ধসে মৃত্যু হয় রহিম উল্লাহ (৩২) নামে এক জনের।

কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, দুপুরে প্রচন্ড বৃষ্টিতে চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকের ১৮ নম্বর ঘর সংলগ্ন পাহাড় ধসে পড়লে মাটিতে চাপা পড়েন নুর হাসিনা। খবর পেয়ে সেখানে দায়িত্বরত এপিবিএন সদস্য ও আশপাশের লোকজন তাৎক্ষনিক তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্য চিলন্ড্রেন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানিয়েছেন, সকাল ১০ টা ১০ মিনিটের দিকে ময়নারঘোনার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে/৭ ব্লকের শেল্টারের পাশে মাটি কাটতে গিয়ে টিলার মাটি ধসে মৃত্যু হয় রহিম উল্লাহর। এ ঘটনায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
themesba-lates1749691102